ক্লান্ত দুপুর

আবদুল্লাহ্ যুবায়ের 

ঠিক যেন তুলি টানা মেঘের আনা-গোনা

বৈশাখের ধরাতল উষ্ণ হাওয়ায় চঞ্চল,

ঢেকেছে পৃথিবী, দিয়ে প্রকৃতির ধূসর অঞ্চল

বট-অশ্বথের তলে উদাসী মানুষেরা চলে

ক্লান্তি তাড়াতে আপন খেয়ালে কথা বলে

বর্তমানকে পিছে ফেলে চলে যাই তারা,

ভাবে কোন এক সুখ অতীতের কথা;

পূর্ণবতী কালি গাঙের পার আহা!

ছিল দেখতে কি চমৎকার কি চমৎকার!

পানসি-বজরা-স্টিমার ভাসে সুখের পসরা ভরি

মিয়াজান কাজী, বাঘা যতীন, আর বিপ্লবী বাঙালী

মশাররফ-লালন-রবির স্মৃতির মঞ্চ ছিল এই জলধী